ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

জানকিছড়ায় ব্রিজ ভেঙে পর্যটকশূন্য লাউয়াছড়া 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩০ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৮
জানকিছড়ায় ব্রিজ ভেঙে পর্যটকশূন্য লাউয়াছড়া  জানকিছড়ায় আটকেপড়া কাভার্ডভ্যান/ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: লাউয়াছড়ার জাতীয় উদ্যানের জানছিছড়া বিটের একটি ব্রিজ ভেঙে বুধবার রাত থেকে লাউয়াছড়ায় সব ধরনের যানচলাচল বন্ধ রয়েছে। এছাড়াও গত রোববার ও সোমবার দু’দিনের শ্রমিক কর্মবিরতিতে পর্যটকশূন্য হয়ে পড়েছে লাউয়াছড়া।

জানা যায়, বুধবার দিনগত রাতে (৩১ অক্টোবর) রাতে বৈদ্যুতিক খুঁটি বহনকারী একটি কাভার্ডভ্যান ওই ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় একটি পাটাতন সরে যায়। এরপর থেকে ব্রিজের ওপর দিয়ে কোনো যান চলাচল করতে পারছে না।

তবে মোটরসাইকেল চলাচল করছে। এছাড়াও যানবাহনগুলো নূরজাহান চা বাগানের বিকল্প পথ দিয়ে মাধবপুর হয়ে কমলগঞ্জ যাচ্ছে।  

লাউয়াছড়ার বিট কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, দু’দিন শ্রমিকদের কর্মবিরতির পর থেকে লাউয়াছড়া পর্যটকশূন্য হয়ে পড়েছে।  

মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা রেঞ্জ কর্মকর্তা মো. মোনায়েম হোসেন বাংলানিউজকে বলেন, গত বুধবার রাত থেকে জানকিছড়ার ব্রিজ ভেঙে যায়। তবে যানবাহনগুলো নূরজাহানের পথ দিয়ে কমলগঞ্জ যাতায়াত করতে পারছে। শুক্রবারের মধ্যে ঠিক হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৮ 
বিবিবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।