ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সংলাপের কারণে নির্বাচনে প্রভাব পড়বে না: সিইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৬ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৮
সংলাপের কারণে নির্বাচনে প্রভাব পড়বে না: সিইসি বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের ব্রিফ করছেন সিইসি/ছবি: শাকিল

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, সংলাপের কারণে নির্বাচনে প্রভাব পড়বে না। নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে।

বৃহস্পতিবার (১ নভেম্বর) বিকেলে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনকে সামনে রেখে সংলাপ শুরু করেছেন।

নূরুল হুদা বলেন, সংলাপ তো ভাল। সংলাপের প্রতি আমরা শ্রদ্ধাশীল। নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। এতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না।

তিনি বলেন, ৩ নভেম্বর আমাদের একটি কমিশন বৈঠক আছে। ৪ নভেম্বর আরেকটি বৈঠক হবে। সেখানে তফসিল নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। জাতীয় উদ্দেশ্যে আমার ভাষণে তফসিল ঘোষণা করা হবে। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কিছু বলেননি।

সিইসি বলেন, এটা জরুরি কোনো বৈঠক নয়। অবস্থানিক বৈঠক। নির্বাচনের প্রস্তুতি হিসেবে ভোটার তালিকা, ভোটকেন্দ্র ইত্যাদি জানাতে হয়। এখানে সিদ্ধান্ত দেওয়া, নেওয়ার কিছু নেই।  

সংলাপের ফলে নির্বাচন পেছানোর বা জানুয়ারিতে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, না, মনে করি না। আমরা তো এখনো বসিনি। ৪ নভেম্বর বৈঠকে বসবো। বসে সিদ্ধান্ত নেব, নির্বাচন কখন হবে।

তিনি আরো বলেন, আমাদের বিশ্বাস আছে সব দল নির্বাচনে অংশ নেবে। তারা আমাদের প্রতি আস্থা রাখতে পারবে কিনা, তা জানিনা।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৮ 
ইইউডি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।