ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুর শ্রমিকদের হামলায় আনসার সদস্য নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৭ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৮
গাজীপুর শ্রমিকদের হামলায় আনসার সদস্য নিহত

গাজীপুর: শ্রমিকদের হামলায় গাজীপুর সিটি করপোরেশনের জরুন এলাকায় ডেল্টা স্পিনিং মিলের কর্মরত শ্রী ভৌরব চন্দ্র সরকার (৩৫) নামে এক আনসার সদস্য নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

গাজীপুর আনসার সার্কেল অ্যাডজুট্যান্ট মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, অন্য পোশাক কারখানার শ্রমিকরা ডেল্টা স্পিনিং মিলে হামলা চালায়।

এসময় ওই কারখানায় নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য শ্রী ভৌরব চন্দ্র সরকার আহত হন। পরে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য ওই আনসার সদস্যের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানার হাতিমারা এলাকায় মিতালী ফ্যাশন লিমিটেড নামে পোশাক কারখানায় এক শ্রমিককে চুরির দায়ে হত্যা করেছে ওই কারখানার কর্তৃপক্ষ এমন গুজব উঠে। পরে ওই কারখানায় শ্রমিকরা বুধবার (৩১ অক্টোবর) বিকেলে বিক্ষোভ করে। একপর্যায়ে পুলিশ ও কারখানার কর্তৃপক্ষ ওই শ্রমিক হাসপাতালে ভর্তি আছে এবং বৃহস্পতিবার সকালে তাকে কারখানায় হাজির করা হবে বলে অন্য শ্রমিকদের জানায়।  

কিন্তু বৃহস্পতিবার সকালে ওই শ্রমিককে হাসপাতাল থেকে কারখানায় আনতে দেরি হওয়ায় কারখানার শতশত শ্রমিক আশপাশের ১০ থেকে ১৫টি কারখানায় ভাঙচুর করে এবং ওইসব কারখানার শ্রমিকদের ডেকে আনে।  

ভাঙচুর করা কারখানার মধ্যে রয়েছে- ডেল্টা স্পিনিং, মুনটেক্স, মাল্টি ফ্যাবরিক্স, ডেল্টা কম্পোজিট, যমুনা গামেন্টস, তুসুকা ও কেয়া স্পিনিং।  

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৮
আরএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।