ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে গণজোয়ার: নাসিম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৫ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৮
শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে গণজোয়ার: নাসিম সোনাগাজীর নবাবপুর ইউনিয়নের আ’লীগ আয়োজিত জনসভা

ফেনী: আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলেছেন, উন্নয়ন সাফল্যের কারণে শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে গণজোয়ার তৈরি হয়েছে। এ কারণে আওয়ামী লীগ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো ক্ষমতায় আসবে।

একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার (০১ নভেম্বর) সোনাগাজীর নবাবপুর ইউনিয়নের আমিরাবাদ বিসি লাহা স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ২০০১ সালের নির্বাচনে শেখ হাসিনা সোনাগাজীতে নির্বাচনী জনসভা করতে এলে এখানকার ব্রিজ ভেঙে ফেলা হয়।

আমাদের তিন কর্মীকে হত্যা করা হয়। পুরো সোনাগাজীতে ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছিল। সোনাগাজীর হাজার হাজার নেতা-কর্মী ঢাকায় গিয়ে অবস্থান নিয়েছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের দেখভাল করেছিলেন।  

সোনাগাজী ও ফেনীর মানুষ বারবার শেখ হাসিনাকে বঞ্চিত করেছে উল্লেখ করে এ আ’লীগ নেতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেনী ও সোনাগাজীবাসীকে বঞ্চিত করেননি। ফেনীতে এখন শতভাগ বিদ্যুতায়ন করা হয়েছে। সোনাগাজীতে বঙ্গবন্ধু শিল্পনগরী গড়ে উঠছে। ৩০ হাজার একর জায়গার ওপর নির্মিত এ শিল্পনগরীতে হাজার হাজার মানুষ কাজ করবে। তাই দেশের উন্নয়নে শেখ হাসিনাকে আরেকবার সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।  

তিনি জনগণের উদ্দেশে বলেন, আপনারা দেখেন আমাদের দল থেকে যারা আগামী নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক তারা সবাই আজ একই মঞ্চে। তারা কেউই নিজের জন্য ভোট চাননি। সবাই নৌকার জন্য ভোট চেয়েছেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী বলেন, ফেনীর ৩টি আসন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেব। যাকে প্রার্থী দেওয়া হয় তার পক্ষে সবাই কাজ করব।

সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান, সংরক্ষিত মহিলা আসনের এমপি জাহানারা বেগম সুরমা, অধ্যাপিকা পান্না কায়সার, এফবিসিআই পরিচালক ও অভিনেত্রী শমী কায়সার, আওয়ামী লীগ নেতা আবুল বাসার, জহির উদ্দিন মাহমুদ লিপটন, দিদারুল কবির রতন, নিজাম উদ্দিন চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৮
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।