ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় জাতীয় রক্তদাতা দিবস পালিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৮
খুলনায় জাতীয় রক্তদাতা দিবস পালিত জাতীয় রক্তদাতা দিবসে খুলনায় র‌্যালি। ছবি: বাংলানিউজ

খুলনা: র‌্যালি, ফ্রি ব্লাড ব্যাগ বিতরণ ও স্বেচ্ছায় রক্তদানের মধ্যদিয়ে খুলনায় জাতীয় রক্তদাতা দিবস পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে শুক্রবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে মহানগরীর শহীদ হাদিস পার্ক থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহীদ হাদিস পার্ক থেকে খুলনা সদর হাসপাতালে গিয়ে শেষ হয়।

খুলনা জেলা ব্লাড ব্যাংক এসব কর্মসূচির আয়োজন করে।

র‌্যালিতে প্রধান অতিথি ছিলেন প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি ও খুলনা জেলা ব্লাড ব্যাংকের উপদেষ্টা অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা।

র‌্যালি শেষে খুলনা সদর হাসপাতালে ফ্রি ব্লাড ব্যাগ বিতরণ, স্বেচ্ছায় রক্তদান, রক্তদানের অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক সম্পর্কের বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা ব্লাড ব্যাংকের সভাপতি সাব্বির হোসেন, আজীবন সদস্য জিএম রাসেল ইসলাম, সংগঠনের উদ্যোক্তা ও সহ-সভাপতি শেখ ফারুক, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম, সংগঠনের সদস্য আসাবুর রহমান, সোহরাব হোসেন, ডা. মাসুম বিল্লাহ, রিয়াসাদ মোল্লা, নাজমুল হুদা, জব্বার মোহাম্মদ, জাহাঙ্গীর, ফিরোজ, শেখ মুরাদ, মিরাজ, তাহাবুর, বাবু সরদার, তাহেরুন, ফাতেমা, বেবী, শম্পা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৮
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।