ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

জঙ্গিবাদবিরোধী প্রচারণায় সম্মাননা পেলেন কানতারা খান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৮
জঙ্গিবাদবিরোধী প্রচারণায় সম্মাননা পেলেন কানতারা খান

ঢাকা: তরুণ প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতে এবং জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার জন্য প্রচারণার স্বীকৃতি হিসেবে সম্মাননা পেয়েছেন কানতারা খান।

গত ২৭ অক্টোবর সুচিন্তা বাংলাদেশের আয়োজনে এক আলোচনা সভায় প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় তার হাতে এই সম্মাননা তুলে দেন।  

এই পুরস্কার পাওয়ার পর উচ্ছ্বসিত কানতারা খান বলেন, সম্মাননা পেয়ে অবশ্যই খুব ভালো লাগছে।

আমি মনে করি এই পুরস্কার আমাকে আরও বেশি দায়িত্বশীল করে তুললো। মুক্তিযুদ্ধের চেতনায় সোনার বাংলা গড়তে কাজ করে যেতে চাই। দেশ ও জাতির জন্য যেন কাজ করে যেতে পারি সেজন্য সবার দোয়া ও ভালোবাসা চাই। দেশ ভালো থাকলেই আপনি এবং আমি ভালো থাকবো।  

গত কয়েক বছর ধরে ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্কুল-কলেজে নিরলসভাবে জঙ্গিবাদের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ও সুচিন্তা বাংলাদেশের যুগ্ম-আহবায়ক কানতারা খান।  

‘সুচিন্তা বাংলাদেশ’ ও ‘আজ সারাবেলা’র যৌথ আয়োজনে ‘বঙ্গবন্ধুর গল্প শুনি, মুক্তিযুদ্ধের গল্প বলি’ ও ‘জাগো তারুণ্য, রুখো জঙ্গিবাদ’ নামক দু’টি নিয়মিত আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করে এবং জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার করে আলোচনায় আসেন বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক।

আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনে গঠিত দলটির আসন্ন নির্বাচন পরিচালনা কমিটির নির্বাচন পর্যবেক্ষক সমন্বয় উপ-কমিটিতেও স্থান করে নিয়েছেন এই তরুণ রাজনীতিবিদ।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।