ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে যুবককে আটকে রেখে মারধর করায় আটক ৫ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪২ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৮
সাভারে যুবককে আটকে রেখে মারধর করায় আটক ৫ 

ঢাকা (সাভার): আশুলিয়ার খেজুরবাগান এলাকায় মিরাজুল ইসলাম নামে এক যুবককে আটকে রেখে মারধর করায় পাঁচ যুবককে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (২ নভেম্বর) রাতে ভুক্তভোগী যুবকের বাবা নজরুল ইসলাম বাদী আটকদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আটকরা হলেন- মো. সোহেল মিয়া (১৯), সাগর হোসেন (১৬), মো. সাদি (১৮), সোহেল রানা (১৬) ও মানিক হোসেন (১৮)।



আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বাংলানিউজকে বলেন, সকালে মিরাজুল নামে এক যুবককে আশুলিয়ার গৌরীপুর এলাকা থেকে ধরে নিয়ে যান ওই পাঁচ যুবক। পরে তাকে স্বপ্নপুরী এলাকায় একটি রুমে আটকে রেখে মারধর করে। এ সময় তার সঙ্গে থাকা নগদ টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা। মিরাজুল তাদের কাছ থেকে ছাড়া পেয়ে বাবাকে সঙ্গে নিয়ে বিষয়টি আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে গিয়ে জানান। চেয়ারম্যানের নির্দেশে ওই পাঁচ যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।  

এ ঘটনায় আটক পাঁচ যুবকের বিরুদ্ধে আশুলিয়ার থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান এসআই কালাম আজাদ।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।