ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ নারীর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৮
আশুলিয়ায় গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ নারীর মৃত্যু ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে

ঢাকা: আশুলিয়ায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের পাঁচজনের মধ্যে হাসিনা আক্তার (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (০৩ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি এ ঘটনায় দগ্ধ আরব আলীর স্ত্রী।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে বলেন, ৯৬ শতাংশ দগ্ধ হয়েছিলেন হাসিনা। সকালে তার মৃত্যু হয়েছে।

এর আগে শুক্রবার (০২ নভেম্বর) সকাল ৭টার দিকে আশুলিয়ার বেড়ন এলাকার মানিকগঞ্জপাড়া কবরস্থান রোডের আব্দুল হামিদের দোতলা ভাড়া বাড়ির নীচতলায় এ বিস্ফোরণ ঘটে।

দগ্ধ অন্যরা হলেন- আরব আলী তরফদার (৪৫), তার ছেলে আবদুর রব (২৫), রবের স্ত্রী রিপা আক্তার (২০), তাদের দেড় বছরের মেয়ে আয়শা আক্তার। তাদের সবার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলার গোয়ালপাড়া গ্রামে।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৮
এজেডএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।