ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে ইয়াবাসহ আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৮
কিশোরগঞ্জে ইয়াবাসহ আটক ৪

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকাসহ চার মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শনিবার (৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার প্যাড়াভাঙ্গা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
 
আটকরা হলেন- প্যাড়াভাঙ্গা গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আরজু মিয়া (৪৭), একই এলাকার মোতাহার উদ্দিনের ছেলে রাসেল মিয়া (৩৪), তমিজ উদ্দিনের ছেলে চান মিয়া (৩৮) ও কাতিয়ারচর এলাকার শামসুদ্দিনের ছেলে সোহেল মিয়া (৩০)।


 
র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. এম শোভন খান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্যাড়াভাঙ্গা গ্রামের আরজু মিয়ার বসতবাড়িতে অভিযান চালায় র‌্যাব। অভিযানে ১৯০ পিস ইয়াবাসহ ওই চার মাদকবিক্রেতাকে আটক করা হয়। এছাড়াও মাদক বিক্রির এক লাখ ৩২ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়।
 
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।