ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানালেন আহমদ শফী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৮
প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানালেন আহমদ শফী আল্লামা শফীর হাতে সনদ তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী/ছবি: পিআইডি

ঢাকা: কওমি মাদরাসা শিক্ষার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসকে সাধারণ শিক্ষার স্নাতকোত্তরের স্বীকৃতি দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন ‘আল-হাইয়াতুল উলিয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ’র চেয়ারম্যান ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী।

রোববার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ‘আল-হাইয়াতুল উলিয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ’ আয়োজিত ‘শুকরানা মাহফিল’ এ লিখিত বক্তব্যে আহমদ শফী বলেন, কওমি মাদ্রাসা শিক্ষাকে স্বীকৃতি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে আন্তরিক শুকরিয়া ও ধন্যবাদ জানাই।  

এসময় হেফাজত নেতা-কর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান শফী।

তিনি বলেন, আমার কোনো রাজনৈতিক পরিচয় নেই। কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমাদের নীতিগত সংশ্লিষ্টতা নেই। সুতরাং, কোনো রকম বিভ্রান্তি, অপপ্রচার করার সুযোগ নেই।

সামাজিক মাধ্যমে নিজের বিরুদ্ধে অপপ্রচারের সমালোচনা করেন শফী।  আহমদ শফীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সংস্থাটির সহকারী মহাসচিব মুফতি নুরুল আমিন।  

পরে শফী প্রধানমন্ত্রীর হাতে শুকরানা ক্রেস্ট তুলে দেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে সম্মাননা জানানোর আগে তাকে ‘কওমি জননী’ উপাধি দেন কওমি মাদরাসাগুলোর সর্বোচ্চ সংস্থা ‘আল-হাইয়াতুল উলিয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ’র সদস্য মাওলানা মুফতি রুহুল আমিন।

আহমদ শফীকে স্বাধীনতা পদক দেওয়ার দাবি
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮
এমইউএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।