ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৮
যশোরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

যশোর: যশোরে নসিমনের ধাক্কায় আব্দুর রাজ্জাক (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় হাসান আলী নামে আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন।

রোববার (০৪ নভেম্বর) দুপুরে যশোর সদর উপজেলার মান্দারতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রাজ্জাক যশোর সদরের বাহাদুরপুর গ্রামের বজলুর রহমানের ছেলে।

তিনি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশপ্রহরী পদে চাকরি করতেন।

নিহতের বাবা বজলুর রহমান বাংলানিউজকে বলেন, দুপুরে রাজ্জাক ও একই এলাকার হাসান আলী মোটরসাইকেলে বাড়ি থেকে যশোর শহরে যাচ্ছিলেন। তারা মান্দারতলা এলাকায় পৌঁছালে একটি নসিমন তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক  রাজ্জাককে মৃত ঘোষণা করেন। তবে গুরুতর আহতবস্থায় হাসান ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮
ইউজি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।