ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বিলুপ্ত ছিটমহলে স্কুল-মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৩ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৮
বিলুপ্ত ছিটমহলে স্কুল-মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন স্কুল-মাদ্রাসার ভিত্তি স্থাপন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাজমুল হক

পঞ্চগড়: পঞ্চগড়ে বিলুপ্ত গাড়াতি ছিটমহলে মাদ্রাসা ও বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

রোববার (৪ নভেম্বর) দুপুরে সদর উপজেলার বিলুপ্ত গাড়াতি ছিটমহলের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলিম মাদ্রাসা ও রাজমহল উচ্চ বিদ্যালয়ের চারতলা ফাউন্ডেশনের এক তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তুর স্থাপনের উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান।  

শেখ মুজিবুর রহমান আলিম মাদ্রাসার একাডেমিক ভবন ও রাজমহল উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণে ব্যয় হবে এক কোটি ৫০ লাখ টাকা।

 
 
এসময় উপস্থিত ছিলেন- জেলা শিক্ষা অফিসার শংকর কুমার ঘোষ, সহকারী শিক্ষা প্রকৌশলী তৌরিত হোসেন, জাসদের জেলা সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, বিলুপ্ত গাড়াতি ছিটমহলের সাবেক চেয়ারম্যান ও মাদ্রাসা ও বিদ্যালয়ের সভাপতি মজিফার রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলিম মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মোজাম্মেল হক, রাজমহল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।