ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে অটোরিকশা চালক খুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৩ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৮
সিলেটে অটোরিকশা চালক খুন

সিলেট: সিলেটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নয়ন মিয়া (৩৪) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালক খুন হয়েছেন। 

রোববার (০৪ নভেম্বর) রাত ১১টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন নবাব রোড মোড়ে ফুলকুলির শো-রুমের সামনে এ ঘটনা ঘটে।  

পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক নয়ন মিয়া নগরের কাজি জালালউদ্দিন এলাকার আইন উদ্দিনের ছেলে।

তিনি সিটি করপোরেশনের ১০ নং ওয়ার্ডের শামীমাবাদ আবাসিক এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নবাব রোডের মোড়ে নিজের অটোরিকশায় বসা ছিলেন নয়ন। এসময় স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা মনাফ গ্রুপের কয়েক নেতাকর্মী এসে তাকে জোরপূর্বক অন্যত্র নিয়ে যেতে চায়। কিন্তু তিনি রাজি না হওয়ায় কথা কাটাকাটির এক পর্যায়ে দুর্বৃত্তরা তার উরুতে ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে রাখে। দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করার পর পরই আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিয়া বাংলানিউজকে বলেন, নিহত লোকটি নিজের মালিকানা অটোরিকশা চালাতেন। মূলত গ্রুপিংয়ের কারণে তাকে খুন করা হতে পারে। তিনি কোনো দল করতেন কি না, এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, নিহতের উরুতে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তিনি মারা যান।  

খুনের নেপথ্যের ঘটনা তুলে আনা ও জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হবে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ০২১০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৮
এনইউ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।