ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৮
বরিশালে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

বরিশাল: বরিশাল নগরের রূপাতলী এলাকায় সড়ক দুর্ঘটনায় কেরামত আলী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী ও ছেলেসহ আরও ২ জন আহত হয়েছেন।

কেরামত আলী ঝালকাঠির নলছিটি উপজেলার কান্দেপপুর এলাকার বাসিন্দা।

সোমবার (৫ নভেম্বর) সকালে রূপাতলী হাউজিং এলাকা সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানান, বরিশাল নগরের দক্ষিণ আলেকান্দা এলাকার ভাড়া বাসা থেকে অটোরিকশাযোগে স্ত্রী ও ছেলে সোহেলকে নিয়ে কালিজিরার উদ্দেশ্যে যাচ্ছিলেন। এসময় অটোরিকশাটি রূপাতলী হাউজিং এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপরে উল্টে যায়। এতে কেরামত আলী, তার স্ত্রী ও ছেলে অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুত্বর আহত হন।

পরে তাদের উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক কেরামত আলীকে মৃত ঘোষণা করেন।  

শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলা‌দেশ সময়: ০১৫৩ ঘণ্টা, ন‌ভেম্বর ০৫, ২০১৮
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।