ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

চীন সফরে গেলেন বিমান বাহিনী প্রধান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৮
চীন সফরে গেলেন বিমান বাহিনী প্রধান বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত

ঢাকা: সরকারি  সফরে  চীন গেলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। চীনের পিএলএ এয়ার ফোর্স কমান্ডার ও সিএটিআইসি প্রেসিডেন্টের আমন্ত্রণে এ সফরে গেছেন তিনি।

সোমবার (৫ নভেম্বর) স্ত্রীসহ আরও দু’সফরসঙ্গী নিয়ে চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিমান বাহিনী প্রধান।  

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সফরে তিনি চীনে অনুষ্ঠেয় ১২তম আন্তর্জাতিক বিমান পরিবহন, এয়ারস্পেস প্রদর্শনী (জুহাই এয়ার শো) এবং ৫ম আন্তর্জাতিক সামরিক ফ্লাইট ও প্রশিক্ষণ সম্মেলনে অংশ নেবেন।


  
পরে পিএলএ এয়ার ফোর্স কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। এ সময় তারা পারস্পারিক দ্বিপাক্ষিক বিষয়ে মতবিনিময় করবেন। এছাড়া চীনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গেও তার মতবিনিময় করার কথা রয়েছে।  

এ সফরে বেইজিংয়ের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি, এভিআইসি, চেংদু এয়ারক্র্যাফট ইন্ডাস্ট্রিসহ বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনা পরিদর্শন করবেন এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত।  

আইএসপিআর বলছে, বিমান বাহিনী প্রধানের এ সফরে দু’দেশের বিমান বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।  

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৮
এপি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।