ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ইলিশের জিন আবিষ্কারক ড. মং সানু’কে সংবর্ধনা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৮
ইলিশের জিন আবিষ্কারক ড. মং সানু’কে সংবর্ধনা সংবর্ধনা দেওয়া হচ্ছে ইলিশের জিন আবিষ্কারক ড. মং সানু মারমাকে। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: জাতীয় ইলিশ মাছের জিন আবিস্কারক ড. মং সানু মারমাকে খাগড়াছড়িতে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (৫ নভেম্বর) সকালে মারমা উন্নয়ন সংসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সংগঠনটির কার্যালয়ে এ সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মারমা উন্নয়ন সংসদের সহ সভাপতি ক্যাজরী মারমা।

এতে আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সহ সভাপতি আবুশ্যি মারমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও মারমা উন্নয়ন সংসদের সাধারণ সম্পাদক মংসুইপ্রু চৌধুরী অপু, বাঁশরী মারমা প্রমুখ।

অনুষ্ঠানে মংসানু মারমাকে ফুল, ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।

অনুষ্ঠানে মংসানু মারমা তার বক্তব্যে বলেন, ‘সমাজে টিকে থাকতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। তাই আমাদের সবার উচিত শিক্ষাকে গুরুত্ব দেওয়া। দেশের প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার করে উদ্ভাবনের কার্যক্রম অব্যাহত রাখার কথা বলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৮
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।