ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মধুপুরে সড়ক দুর্ঘটনায় ট্রলি চালকের মৃত্যু

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৮
মধুপুরে সড়ক দুর্ঘটনায় ট্রলি চালকের মৃত্যু

মধুপুর(টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুরে ট্রলি-যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে শফিকুল ইসলাম (২৮) নামের ট্রলি চালকের মৃত্যু হয়েছে।

সোমবার (০৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে টাঙ্গাইল-মধুপুর সড়কের মধুপুর পৌর এলাকার মালাউড়ী আকাশী এন্টারপ্রাইজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শফিকুল কালামাঝি গ্রামের লেবু মিয়ার ছেলে।

আলোকদিয়া ইউনিয়নের ইউপি সদস্য নাজিম উদ্দিন জানান, শফিকুল ট্রলি চালিয়ে মধুপুরের দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে আসার পর টাঙ্গাইলগামী যাত্রীবাহী প্রান্তিক সার্ভিসের একটি বাসের সঙ্গে তার ট্রলির সংঘর্ষ হয়। ঘটনার পর বাসটি দ্রুত স্থান ত্যাগ করে। এতে মারাত্মক জখম হন শফিকুল।

পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শফিকুলকে মৃত ঘোষণা করেন।

মধুপুর থানার উপ-পরিদর্শক( এসআই) ফখরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৮৫৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।