ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় ‘টেগর লজ’ রক্ষার দাবিতে গণস্বাক্ষর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৮
কুষ্টিয়ায় ‘টেগর লজ’ রক্ষার দাবিতে গণস্বাক্ষর ‘টেগর লজ’ রক্ষার দাবিতে মানববন্ধন

কুষ্টিয়া: কুষ্টিয়ায় কুঠিবাড়ি খ্যাত ‘টেগর লজ’ রক্ষার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৬ নভেম্বর) দুপুরে শহরের এন এস রোডের মিশন স্কুলের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।  

এতে ‘টেগর লজ’ রক্ষা কমিটিসহ ২৭টি সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিল।

মানববন্ধনে বক্তব্য রাখেন- ‘টেগর লজ’ রক্ষা কমিটির আহ্বায়ক আলম আরা জুঁই ও রক্ষা কমিটির সদস্য সচিব সৈয়দা হাবিবাসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

বক্তারা বলেন, কুষ্টিয়া পৌরসভার তত্ত্বাবধানে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত কুষ্টিয়া কুঠিবাড়ি খ্যাত ‘টেগর লজ’ সাহিত্য-সংস্কৃতিপ্রেমী’ রবীন্দ্র-ভক্ত এবং সাংস্কৃতিক কর্মীদের কাছে রবীন্দ্রচর্চা ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠিত। তাই সবাই ‘টেগর লজ’ রক্ষার দাবি জানায়।  

সম্প্রতি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে প্রত্নতত্ত্ব অধিদফতরের এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানা যায়, সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ‘টেগর লজ’কে প্রত্নতত্ত্ব অধিদফতরের অধিগ্রহণ করা হবে। যার পরিপ্রেক্ষিতে সাংস্কৃতি কর্মী ও সাংস্কৃতিসেবীদের সংস্কৃতিতে ভাটা পড়বে।   

মানববন্ধন শেষে গণস্বাক্ষরতা অনুষ্ঠিত হয়।  

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।