ঢাকা, রবিবার, ১৪ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বোয়ালিয়ায় থানার সামনে থেকে পালানো আসামি গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১২ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৮
বোয়ালিয়ায় থানার সামনে থেকে পালানো আসামি গ্রেফতার

রাজশাহী: রাজশাহীতে থানার সামনে থেকে কাজল (২৫) নামের এক আসামি হাতকড়াসহ পালিয়ে যায়। তবে শেষ পর্যন্ত তাকে ধরে ফেলেছে পুলিশ।

মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে রাজশাহী বোয়ালিয়া মডেল থানার সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, বিকেলে মহানগরীর খুলিপাড়া এলাকা থেকে খুচরা হেরোইন বিক্রেতা ও মাদকসেবী কাজলকে আটক করে বোয়ালিয়া মডেল থানা পুলিশের একটি দল।

এরপর তাকে পুলিশ পিকআপ ভ্যানে করে থানায় নেওয়া হয়। সেখানে ভ্যান থেকে অন্য আসামিদের নামানোর সুযোগে সবার চোখ ফাঁকি দিয়ে কাজল দৌড় দেন। তবে তাৎক্ষণিকভাবে বিষয়টি বুঝতে পেরে ধাওয়া করে তাকে পার্শ্ববর্তী সাগরপাড়া এলাকা থেকে হ্যান্ডকাপসহ ধরে ফেলে পুলিশ।  

বিষয়টি জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বাংলানিউজকে বলেন, আটক কাজল মাদকাসক্ত। সে হেরোইন সেবন করে। আর মাদকাসক্তরা এমনই হয়ে থাকে। সুযোগ পেলেই পালানোর চেষ্টা করে। তবে বেশি দূর যাওয়ার আগেই পুলিশ সদস্যরা তাকে ধরে ফেলে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০০৮
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।