ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় ২ জামায়াত নেতা গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৮
নেত্রকোনায় ২ জামায়াত নেতা গ্রেফতার গ্রেফতারকৃত অছিম উদ্দিন ও এহতেসামুল

নেত্রকোনা: নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের দরুন বালি গ্রাম থেকে অছিম উদ্দিন ও এহতেসামুল নামে জামায়াতের সক্রিয় দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১১টায় জামায়াত নেতাদের একই গ্রামের তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

অছিম ওই গ্রামের মৃত মাহফিজ উদ্দিনের ছেলে ও এহতেসামুল মো. শহিদুল্লাহর ছেলে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এহতেসামুল জেলা শিবিরের সাবেক নেতা ছিলেন। পরে সম্প্রতি তিনি জামায়াতে যোগ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ০৬১৬ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।