ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পুলিশকে ফাঁকি দিয়ে মাদক মামলার আসামির পলায়ন 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৮
পুলিশকে ফাঁকি দিয়ে মাদক মামলার আসামির পলায়ন 

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জ শহরের দেওভোগ এলাকায় মাদক মামলার আসামি মো. জিসাদ পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে গেছেন। জিসাদ দেওভোগ এলাকার মণ্ডল বাড়ির মো. লিটনের ছেলে। 

মঙ্গলবার (৬ নভেম্বর) রাত ৮টার দিকে দেওভোগ এলাকায় এ ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জিসাদকে দেওভোগ বাজার থেকে আটক করে মুন্সিগঞ্জ পৌর শিশু পার্কের পেছনে নিয়ে যায় পুলিশ।

এসময় জিসাদ পুলিশকে ফাঁকি দিয়ে পাশের পুকুরে ঝাঁপিয়ে পড়েন। অনেকক্ষণ খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে ফায়ার সার্ভসকে তলব করে পুলিশ। এ ঘটনার জেরে স্থানীয়রা পুলিশকে দায়ী করে এবং পুলিশের ওপর চড়াও হয়। এতে ২-৩ জন পুলিশ আহত হয়েছেন। পরে জানা গেছে, পুকুর থেকে জিসাদ পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।  

ঘটনার পরপরই যোগাযোগ করা হলে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন  এ ব্যাপারে কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন। তবে রাত সোয়া ১১টার দিকে তিনি জানান, দেওভোগ এলাকার এক স্থানে মাদক মামলার একজন আসামিকে ধরতে গিয়েছিলো পুলিশ। কিন্তু সেই আসামি পুকুরে ঝাঁপ দিয়ে পালিয়ে যেতে সক্ষম হন।  

মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম জানান, পুলিশ ধরতে গেলে মাদক মামলার আসামি পুকুরে ঝাঁপ দেন। এরপর তাকে খোঁজাখুঁজির জন্য ফায়ার সার্ভিসকে ডাকা হয়। এক পর্যায়ে তার পরিবারের সদস্যরা নিশ্চিত করেন তিনি পালিয়েছেন।  

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের দায়িত্বরত সদস্য শাহদাত সায়েম জানান, খবর পেয়ে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট রাত সোয়া ৮টার দিকে ঘটনাস্থলের উদ্দেশে বের হয়। খোঁজাখুঁজি করেও কাউকে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ০৬৩৫ ঘণ্টা, ০৭ নভেম্বর, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।