ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বীরগঞ্জে অগ্নিকাণ্ডে ৩ বসতঘর পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৮
বীরগঞ্জে অগ্নিকাণ্ডে ৩ বসতঘর পুড়ে ছাই বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে ৩ বসতঘরে অগ্নিকাণ্ড। ছবি: বাংলানিউজ

দিনাজপুর: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (৬ নভেম্বর) দিনগত রাতে ইউনিয়নের কাঠগড় গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিলা পারভীন বাংলানিউজকে জানান, মঙ্গলবার দিনগত রাতে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুন লেগে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে।

এতে মনোধর রায়, গবিন চন্দ্র রায় ও মলিন চন্দ্র রায়ের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এলাকার লোকজন প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নেভায়।  

অগ্নিকাণ্ডে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় তৃতীয় স্থান অধিকারী মনোধর রায়ের ছেলে সজিব চন্দ্র রায়ের সব কাগজপত্র পুড়ে গেছে।  

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়ামিন হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হাই সরকার ও মরিচা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।