ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

তাড়াশে ট্রাকচাপায় নারী শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৮
তাড়াশে ট্রাকচাপায় নারী শ্রমিক নিহত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে মাটিবাহী ট্রাকের চাপায় জয়ন্তী উরাঁও (৪০) নামে এক নারী শ্রমিকের মৃত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ভ্যানচালকসহ আরও তিনজন।

বুধবার (৭ নভেম্বর) সকালে নিমগাছী যৌতুক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জয়ন্তী উরাঁও উপজেলার মাধাইনগর ইউনিয়নের কাঞ্চনেশ্বর গ্রামের প্রফুল্ল উরাঁওয়ের স্ত্রী।

আহতরা হলেন- প্রফুল্ল উরাঁও (৪৬), ক্ষীর মোহন উরাঁও ((৩৮) ও ভ্যানচালক শ্রী মজিবর চন্দ্র সরকার (৪৫)।

নিহতের স্বামী প্রফুল্ল উরাঁও জানান, ইটভাটায় কাজ করার জন্য তিনি ও তার স্ত্রী জয়ন্তী ব্যাটারিচালিত অটোভ্যানে করে যাচ্ছিলেন। ভ্যানটি নিমগাছী যৌতুক মোড় এলাকায় পৌঁছালে মাটি বোঝাই একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জয়ন্তী উরাঁওয়ের মৃত্যু ও ভ্যানচালকসহ আহত হন আরও তিনজন।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনায় এক নারীর মৃত্যুর খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।