ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পদত্যাগের পরের দিনও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৮
পদত্যাগের পরের দিনও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের পর মঙ্গলবার (৬ নভেম্বর) সন্ধ্যায় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন চার টেকনোক্র্যাট মন্ত্রী। তাদের মধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি একজন।

বুধবার (০৭ নভেম্বর) সকালে বাংলাদেশ-কোরিয়া প্রশিক্ষণ কেন্দ্রে ঢাকা টেকনিক্যাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. সেলিম রেজার সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব রৌনক জাহান, অতিরিক্ত ড. আহমেদ মনিরুর সালেহীন, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের রিজওয়ানাল অফিসার নাসিস সুলায়মান।

 

প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৯৮ কোটি ৬৮ লাখ টাকা। এ প্রকল্পের আওতায় থাকছে একাডেমিক ভবন নির্মাণ, নারী, পুরুষ পৃথক টিচার্স ডরমেটরি, অফিসার্স কোয়াটার, স্টাফ কোয়াটার, ট্রেনিং যন্ত্রপাতি, যানবাহন, রিসার্স, ওয়েব বেইসড-ই-লার্নিং অ্যান্ড এমআইএস প্রকল্প।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৮
এসএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।