ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পুলিশের ১৭ কর্মকর্তার পদোন্নতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৮
পুলিশের ১৭ কর্মকর্তার পদোন্নতি

ঢাকা: বাংলাদেশ পুলিশের ডিআইজি পদমর্যাদার ৪ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজিপি (গ্রেড-২) পদে পদায়ন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখা-১ এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পদোন্নতির এ আদেশ দেওয়া হয়।

অতিরিক্ত আইজিপি, গ্রেড-২ পদে পদোন্নতিপ্রাপ্ত ৪ পুলিশ কর্মকর্তা হলেন- পুলিশ হেড কোয়ার্টার্সের ডিআইজি (রেক্টর, অতিরিক্ত আইজিপি’র চলতি দায়িত্বে, পুলিশ স্টাফ কলেজ, ঢাকা হিসেবে বদলির আদেশপ্রাপ্ত) রৌশন আরা বেগম, এনএসআই এর পরিচালক মেজবাহ উদ্দিন, টিঅ্যান্ডআইএম এর অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) মো. ইকবাল বাহার ও বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোশারফ হোসেন।



মঙ্গলবার (৬ নভেম্বর) ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত অপর এক প্রজ্ঞাপনে অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে ডিআইজি (গ্রেড-৩) পদে পদায়ন করা হয়েছে।

ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ১৩ পুলিশ কর্মকর্তা হলেন- র্যাবের পরিচালক (অতিরিক্ত ডিআইজি) মো. ময়নুল ইসলাম, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি এস এম রোকন উদ্দিন, রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি মো. মাসুদুর রহমান ভূঞা, এসবি’র ডিআইজি (চলতি দায়িত্বে) মো. তওফিক মাহবুব চৌধুরী, অতিরিক্ত ডিআইজি (টিঅ্যান্ডআইএম) মো. নজরুল ইসলাম, ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি চলতি দায়িত্বে) কৃষ্ণ পদ রায়,  চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি কুসুম দেওয়ান, ডিআইজি চলতি দায়িত্বে থাকা (পুলিশ হেডকোয়ার্টার্স) বশির আহম্মদ, ডিআইজি চলতি দায়িত্বে থাকা (পুলিশ হেডকোয়ার্টার্স) হাবিবুর রহমান, ডিআইজি চলতি দায়িত্বে থাকা (পুলিশ হেডকোয়ার্টার্স) মো. আনোয়ার হোসেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার (চলতি দায়িত্বে) এ কে এম হাফিজ আক্তার, ডিআইজি চলতি দায়িত্বে থাকা (পুলিশ হেডকোয়ার্টার্স) খ. মহিদ উদ্দিন ও ডিএমপি’র যুগ্ম পুলিশ কমিশনার মফিজ উদ্দিন আহম্মেদ।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৮
পিএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।