ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে নারীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৮
পঞ্চগড়ে নারীর মরদেহ উদ্ধার

পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নে শাহানাজ খাতুন (২০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (০৭ নভেম্বর) সকাল ১১টা দিকে ওই ইউনিয়নের কহুরুহাট এলাকার ছোট যমুনা নদীর বালুচর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শাহনাজ ওই এলাকার তহশিলদারপাড়ার আব্দুর রাজ্জাকের মেয়ে।

স্থানীয়রা জানায়, বিয়ের এক বছর পর ওই নারীর স্বামীর সঙ্গে ডিভোর্স হয়। এরপর থেকে তিনি তার বাবার বাড়িতেই থাকতেন।

পঞ্চগড় সদর থানার অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায় বাংলানিউজকে জানান, ধারণা করা হচ্ছে মরদেহটি ৬/৭ দিন আগের। ওই নারীকে কেউ হত্যার করার পর ফেলে রেখে গেছে। এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় মামলার প্রক্রিয়া চলছে।  

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।