ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে অস্ত্র-গুলি উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৮
বরিশালে অস্ত্র-গুলি উদ্ধার উদ্ধার হওয়া পাইপগান ও গুলি। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশাল নগরের ডেফুলিয়া এলাকা থেকে একটি আগ্নেয়াস্ত্র ও পিস্তলের গুলি উদ্ধার করেছে পুলিশ। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার (৭ নভেম্বর) সকালে ওই এলাকার ভেদুরিয়া খাল সংলগ্ন একটি গাছের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।

এয়ারপোর্ট থানার সেকেন্ড অফিসার অরবিন্দ বিশ্বাস বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে একটি ব্যাগের মধ্য থেকে একটি পাইপগান ও ১২ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলা‌দেশ সময়: ১৬০৮ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৮
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।