ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৮
মাগুরায় ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

মাগুরা: মাগুরায় মালবাহী ট্রাকের চাপায় লিমন হোসেন (২৫) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। 

বুধবার (৭ নভেম্বর) দুপুরের দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা শহরের কাঁচাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লিমন মাগুরার শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামের লিয়াকত হোসেনের ছেলে।

তিনি যশোর পুলিশের বিশেষ শাখা (ডিএসবিতে) কর্মরত ছিলেন।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বাংলানিউজকে জানান, ছুটি শেষে লিমন মোটরসাইকেল যোগে নিজ কর্মস্থল যশোরে ফিরছিলেন। মাগুরা কাঁচাবাজার এলাকায় পৌঁছালে একটি মালবাহী ট্রাক প্রথমে তাকে বহনকারী মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে রাস্তার ওপর ফেলে দেয়। পরে  ওই ট্রাকটি না দাঁড়িয়ে তাকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।  

আশঙ্কাজনক অবস্থায় ওই পুলিশ সদস্যকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।  

পুলিশ ট্রাকসহ চালক জিয়াউর রহমানকে আটক করেছে। এ ব্যাপারে মাগুরা সদর থানায় মামলা করা হয়েছে বলেও জানান পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।
     
বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।