ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকা-টাঙ্গাইল রুটে কমিউটার ট্রেন চালু বৃহস্পতিবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৩ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৮
ঢাকা-টাঙ্গাইল রুটে কমিউটার ট্রেন চালু বৃহস্পতিবার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু রেল লাইন (ফাইল ফটো)

টাঙ্গাইল: দীর্ঘ প্রতীক্ষার পর টাঙ্গাইলবাসীর স্বপ্ন পূরণ হতে চলেছে। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু রুটে কমিউটার ট্রেন সার্ভিস উদ্বোধনের মধ্য দিয়ে এ স্বপ্ন বাস্তবে রূপ নিবে।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) বিকেল ৫টা ২০ মিনিটে রেলমন্ত্রী মুজিবুল হক রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে এ কমিউটার ট্রেন সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

ঢাকার রেলপথ মন্ত্রণালয়ে মঙ্গলবার (৬ নভেম্বর) এ সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বুধবার (৭ নভেম্বর) ঢাকা-টাঙ্গাইল সরাসরি ট্রেন সার্ভিস বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সাঈদ এম লুৎফুল্লাহ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত ঢাকা-টাঙ্গাইল সরাসরি ট্রেন সার্ভিস চালুর দাবিতে তাদের বাস্তবায়ন কমিটিসহ বিভিন্ন সংগঠন আন্দোলন করেছে। মঙ্গলবার রেল মন্ত্রণালয়ের ঢাকা-টাঙ্গাইল সরাসরি ট্রেন সার্ভিস বাস্তবায়ন কমিটির নেতাদের রেলমন্ত্রী আমন্ত্রণ জানান। পরে সেখানে রেলমন্ত্রী ঢাকা-টাঙ্গাইল সরাসরি ট্রেন সার্ভিস বাস্তবায়ন কমিটি নেতাদের সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বৃহস্পতিবার (৮ নভেম্বর) বিকেল ৫টা ২০ মিনেটে ঢাকা-টাঙ্গাইল কমিউটার ট্রেন সার্ভিস উদ্বোধনের সিদ্ধান্ত নেওয়া হয়।  

টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, এই ট্রেন সার্ভিস চালুর মধ্য দিয়ে টাঙ্গাইলবাসীর একটি স্বপ্ন পূরণ হবে। এজন্য টাঙ্গাইলবাসী অত্যন্ত আনন্দিত। এর মধ্য দিয়ে টাঙ্গাইলবাসীকে দেওয়া প্রধানমন্ত্রীর আরেকটি প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে।  

ঢাকা-টাঙ্গাইল সরাসরি ট্রেন সার্ভিস বাস্তবায়ন কমিটির সদস্য সচিব সাজ্জাত খোশনোবিশ বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় টাঙ্গাইল রেল স্টেশনে আনন্দ উৎসবের আয়োজন করা হয়েছে। সন্ধ্যা থেকে সেখানে এ উৎসব শুরু হবে। ট্রেনটি টাঙ্গাইলে পৌঁছানোর পর এর যাত্রীদের বরন করে নেওয়া হবে।

টাঙ্গাইলের ভূঞাপুরে ২০১২ সালে এক সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় থেকে ঢাকা কমিউটার ট্রেন সার্ভিস চালুর প্রতিশ্রুতি দেন। এর পর ২০১৪ সালে ২৩ অক্টোবর রেলপথ মন্ত্রণালয় পরিদর্শনকালে প্রধানমন্ত্রী রেলপথ মন্ত্রণালয়কে ঢাকা-টাঙ্গাইল সরাসরি কমিউটার ট্রেন সার্ভিস চালু করার জন্য নির্দেশ দেন।  

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।