ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কোটালীপাড়ায় অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৯ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৮
কোটালীপাড়ায় অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে ফারজানা বেগম (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বুধবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি কোটলীপাড়া উপজেলার উনশিয়া গ্রামের আলীউজ্জামানের স্ত্রী।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক জানান, বুধবার বিকেলে ফারজানা কোটালীপাড়া উপজেলার হিরণ গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে ব্যাটারি চালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। এসময় অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে তার গলায় ফাঁস লাগলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান। নিহতের চার মাসের একটি কন্যা সন্তান রয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।