ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

অবৈধভাবে মাটি উত্তোলন করায় যুবকের দণ্ড-জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৮ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৮
অবৈধভাবে মাটি উত্তোলন করায় যুবকের দণ্ড-জরিমানা

মেহেরপুর: সরকারি খাল থেকে মেশিন দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে পৃথক দু’টি আইনে মাটি উত্তোলনকারী সবুজ হোসেন নামের এক যুবককে তিন বছর বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। অনাদায়ে আরো তিন মাসের দণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডিত সবুজ হোসেন মেহেরপুর সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের ফজলুল হক বিশ্বাসের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সামিউল হক বুধবার (০৭ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার বইকুণ্ঠপুর গ্রামের খাগড়ার খালের ধারে অভিযান চালিয়ে ওই যুবককে এ দণ্ডাদেশ দেন।

এ সময় মাটি উত্তোলন করা মেশিনও জব্দ করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, দীর্ঘদিন ধরে সবুজ হোসেন সরকারি এ খালটিতে অবৈধভাবে মাটি উত্তোলন করে স্থানীয় একটি ইটভাটায় সরবরাহ করে আসছেন। মাটি উত্তোলনের ফলে এলাকার অনেক ফসলি জমিসহ দু’ধারের জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে।  

স্থানীয়দের অভিযোগে সেখানে অভিযান চালিয়ে বালু উত্তোলনকারী সবুজ হোসেনকে হাজির করা হয়। সবুজ হোসেন তার দোষ স্বীকার করলে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর অধীনে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।  

এছাড়া ইটভাটা প্রস্তুত নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর অধিনে দোষী সাব্যস্ত করে আরো ২ বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।  

তিনি আরো জানান, স্থানীয়ভাবে মাটি পরীক্ষা-নিরীক্ষা করে জানা গেছে, খালটিতে প্রায় ৪শ’ ফিট মাটি কেটে প্রায় এক হাজার ট্রাক মাটি একটি ইটভাটাতে বিক্রি করেছে সবুজ হোসেন।  

এ সময় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোমিনুর রহমান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৩৪৬ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।