ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কুয়াশা কমেছে, তাপমাত্রা অপরিবর্তিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৮
কুয়াশা কমেছে, তাপমাত্রা অপরিবর্তিত কুয়াশাচ্ছন্ন ঢাকার আকাশ (ফাইল ছবি)

ঢাকা: একদিনের ব্যবধানে ঢাকাসহ সারাদেশে কুয়াশা কমে গেছে। তবে একেবারে কেটে যায়নি। বৃহস্পতিবার (৮ নভেম্বর) সকাল থেকেই ঝকঝকে সূর্যেরর আলো ছড়িয়েছে চারিদিকে।

দু’দিন বৃষ্টি হওয়ায় বুধবার (৭ নভেম্বর) ভোর থেকেই কুয়াশা পড়া শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও বেড়ে যায় কুয়াশা।

প্রায় সারাদিনই কুয়াশাচ্ছন্ন ছিল প্রকৃতি।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, সেটি ছিল ‘রেডিয়েশন কুলিং’ জনিত কুয়াশা। অর্থাৎ দু’দিন বৃষ্টির কারণে ভূ-পৃষ্ঠ শীতল ছিল। এরপর উপর দিকে গরম বাতাস প্রবাহিত হওয়ায় কুয়াশাচ্ছন্ন ছিল প্রকৃতি।

বৃহস্পতিবার সকালের দিকে সামান্য কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অনেকটা কেটে গেছে কুয়াশা। তবে সামান্য বাতাস প্রবাহিত হচ্ছিলো। বাতাসের সেই হিম-ভাব শরীরে শীতের অনুভূতি তৈরি করেছে। তবে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। আর শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

২৪ ঘণ্টায় ঢাকায় সর্বোচ্চ ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামী পাঁচদিনের আবহাওয়ার অবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন নেই বলেও জানিয়েছে আবহাওয়া অফিসের পূর্বাভাস।

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৮
এমআইএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।