ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জ থেকে রাজশাহী-নাটোর রুটে বাস চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৮
সিরাজগঞ্জ থেকে রাজশাহী-নাটোর রুটে বাস চলাচল বন্ধ সিরাজগঞ্জ শহরের এম এ মতিন কেন্দ্রীয় বাস টার্মিনাল। ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: শ্রমিক নির্যাতনের প্রতিবাদে ও বাস মালিক সমিতির দ্বন্দ্বের জেরে ধরে সিরাজগঞ্জ থেকে রাজশাহী-নাটোর রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (৯ নভেম্বর) সকাল থেকে সিরাজগঞ্জ শহরের এম এ মতিন কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে রাজশাহী ও নাটোরগামী কোনো বাস ছেড়ে যায়নি।

সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনছার আলী জানান, শ্রমিক নির্যাতন ও রাজশাহী- নাটোর বাস মালিক সমিতির দ্বন্দ্বের কারণে বৃহস্পতিবার (০৮ নভেম্বর) থেকেই সিরাজগঞ্জ-রাজশাহী রুটে চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

 

শ্রমিক নির্যাতনের বিচার ও দুই মালিক সমিতির দ্বন্দ্ব নিরসন না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ থাকবে বলেও জানান আনছার আলী।

এদিকে সিরাজগঞ্জ শহরের এম এ মতিন কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা পড়েছেন দুর্ভোগে।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।