ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পরলোকে কালিপ্রদ বড়ুয়া

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৮
পরলোকে কালিপ্রদ বড়ুয়া

কক্সবাজার: কক্সবাজার জেলা প্রশাসনের অবসরপ্রাপ্ত কর্মচারী ও পশ্চিম ঝিলংজা আর্য্যবংশ বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সাবেক সভাপতি কালিপ্রদ বড়ুয়া পরলোকগমন করেছেন।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) দুপুর ১২টা ২০ মিনিটে নিজ বাড়িতে তিনি পরলোকগমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনিসহ আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিলেন।

শুক্রবার (৯ নভেম্বর) বিকালে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে স্থানীয় শ্মশানে তাকে সমাহিত করা হবে।

কালিপ্রদ বড়ুয়া কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পশ্চিম ঝিলংজা বড়ুয়া পাড়ার প্রয়াত রবীন্দ্র বড়ুয়ার বড় ছেলে এবং বাংলানিউজটোয়েন্টফোর.কম এর কক্সবাজার স্টাফ করেসপন্ডেন্ট সুনীল বড়ুয়ার মামা।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৮
এসইউ/এসি/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।