ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মিজোরামে ভূমিকম্প, কাঁপলো সিলেটসহ পূর্বাঞ্চল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
মিজোরামে ভূমিকম্প, কাঁপলো সিলেটসহ পূর্বাঞ্চল ভূমিকম্প

ঢাকা: ভারতের মিজোরামে ৫.২ মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে কেঁপেছে সিলেটসহ দেশের পূর্বাঞ্চল। তবে এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি এখনও।

শনিবার (১০ নভেম্বর) রাত ১১টা ১৫ মিনিট ৪৮ সেকেন্ডে এ ভূমিকম্প আঘাত হানে। এটি স্থায়ী ছিল প্রায় ৫ সেকেন্ড।

যদিও বাসা-বাড়িতে অনেকেই কম্পন টের পায়নি।

এ বিষয়ে সিলেট আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বাংলানিউজকে বলেন, ৫ দশমিক ২ মাত্রায় অনুভূত ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারত ও মিয়ানমার সীমান্তবর্তী স্থানে।

ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৩১৮ কিলোমিটার এবং সিলেট থেকে দূরত্ব আরও বেশি বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ২৩৪১ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৮
এনইউ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।