ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে দম্পতির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে দম্পতির মৃত্যু

দিনাজপুর: দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। 

রোববার (১১ নভেম্বর) দুপুর ১২টায় পার্বতীপুর-সৈয়দপুর সড়কে রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত দম্পতি হলেন পার্বতীপুর উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে মোকছেদুল ইসলাম (৩৫) ও তার স্ত্রী সহুরা বেগম (৩০)।

নীলফামারী জেলার সৈয়দপুর রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বাংলানিউজকে জানান, দুপুরে ওই দম্পতি মোটরসাইকেলে পার্বতীপুর থেকে সৈয়দপুর যাচ্ছিলেন। তারা পার্বতীপুর-সৈয়দপুর সড়কে রেলক্রসিং পার হওয়ার সময় রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেসের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।

এ ঘটনায় সৈয়দপুর রেলওয়ে জিআরপি থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।