ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে আরেফিন টিলায় কোয়ারি ধসে শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
সিলেটে আরেফিন টিলায় কোয়ারি ধসে শ্রমিকের মৃত্যু সিলেটের আরেফিন টিলা (ফাইল ফটো)

সিলেট: সিলেটের পাথর রাজ্য কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ শাহ আরেফিন টিলায় ফের কোয়ারি ধসের ঘটনা ঘটেছে। এতে সুনাই মিয়া (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

রোববার (১১ নভেম্বর) সন্ধ্যায় শাহ আরেফিন টিলার জালিয়ারপাড় এলাকার হুশিয়ার আলী, ইসমাইল আলী, ইব্রাহিম আলী ও দুলাল মিয়ার কোয়ারিতে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক।

স্থানীয় সূত্র জানায়, বোমা মেশিন দিয়ে কোয়ারি থেকে পাথর উত্তোলনের সময় গর্তের পাড় ধসে শ্রমিক সুনাই মিয়াসহ তিনজন চাপা পড়েন।

এদের মধ্যে দু’জনকে জীবিত উদ্ধার করা হলেও সুনাই মিয়া মারা যান।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বাংলানিউজকে জানান, সন্ধ্যায় পাথর উত্তোলন করতে গিয়ে সুনাই মিয়া নিহত হয়েছেন। তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায়। মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে সোমবার (১২ নভেম্বর) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।  

এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলেনও জানান তিনি।

এর আগে গত ৪ নভেম্বর শাহ আরেফিন টিলায় গর্ত ধসে এক শ্রমিক নিহত হওয়ার দাবি করেন স্থানীয়রা। তারও আগে ১ নভেম্বর আরেক গর্ত ধসে উপজেলার বটেরতল গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে ফরিদ মিয়া নিহত হয়েছিলেন। আর গত এক বছরে শাহ আরেফিন টিলায় গর্ত ধসে অন্তত ৩০ শ্রমিক নিহত হয়েছেন। এরপরও ঝুঁকি নিয়ে চলছে পাথর উত্তোলন।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
এনইউ/এপি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।