ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মাধবপুরে ১৫৪ কেজি গাঁজা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
মাধবপুরে ১৫৪ কেজি গাঁজা জব্দ জব্দকৃত গাঁজা। ছবি: বাংলানিউজ

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী আহম্মদপুর গ্রাম থেকে ১৫৪ কেজি গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

সোমবার (১২ নভেম্বর) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ধর্মঘর বিওপির সদস্যরা এ অভিযান পরিচালনা করে।  

বিজিবি ৫৫ ব্যাটালিয়ান অধিনায়ক লে. কর্নেল জাহিদুর রশীদ বাংলানিউজকে জানান, মাদকের একটি বড় চালান নিয়ে একদল মাদক বিক্রেতা আসছে এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালায় বিজিবির একটি দল।

 

এসময় বিজিবির উপস্থিতি বুঝতে পেরে মাদককারবারীরা গাঁজা ফেলে পালিয়ে যায়। পরে ১৫৪ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার দাম ৫ লাখ ৩৯ হাজার টাকা।  

এ ব্যাপারে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।