ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পাঁচবিবিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
পাঁচবিবিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দিপ্তী রানী নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 

সোমবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার কোতোয়ালী বাগ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। দিপ্তী রানী ওই গ্রামের দিলীপ কুমারের স্ত্রী।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বাংলানিউজকে জানান, দিপ্তী নিজ ঘরের জানালার ধারে শাক কাটছিলেন। এ সময় জানালার উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সঙ্গে স্পর্শ লেগে দিপ্তী বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ ব্যাপারে পাঁচবিবি থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।