ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সম্মাননা পেলেন গাজীপুরের সেরা করদাতারা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৮
সম্মাননা পেলেন গাজীপুরের সেরা করদাতারা  সেরা করদাতার পুরস্কারপ্রাপ্তদের একাংশ

গাজীপুর: গাজীপুরে ২১ জন সেরা করদাতাকে সম্মাননা দেওয়া হয়েছে। গাজীপুর সিটি করপোরেশন এলাকার সেরা করদাতা মো. মোবারক হোসেন ও আলাউদ্দিন চৌধুরীসহ ২১ সেরা করদাতাকে এ সম্মাননা পান। 

সোমবার (১২) দুপুরে গাজীপুর জেলা শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে আনুষ্ঠানিভাবে এ সম্মাননা দেওয়া হয়।

গাজীপুর কর অঞ্চলের কর কমিশনার আলী আসগরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম এ মান্নান।

বক্তব্য রাখেন গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, অতিরিক্ত কর কমিশনার শাহাদাত হোসেন সিকদার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার কে এম আরিফুল হক, গাজীপুর ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি আহসান উল্যাহ অন্তু প্রমুখ।  

গাজীপুর কর অঞ্চলের পরিদর্শক মো. খাইরুল ইসলাম জানান, গাজীপুর কর অঞ্চলের আওতায় গাজীপুর সিটি করপোরেশন, গাজীপুর ও টাঙ্গাইল জেলার চারটি ক্যাটাগরিতে ২১ জন সেরা করদাতাকে সম্মাননা ক্রেস্ট ও সনদ দেওয়া হয়েছে। ১৩ নভেম্বর মঙ্গলবার থেকে ১৬ নভেম্বর পর্যন্ত এ অডিটরিয়ামে চার দিনব্যাপী আয়কর মেলা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮ 
আরএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।