ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে ১৫ জেলেকে হস্তান্তর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৮
বেনাপোলে ১৫ জেলেকে হস্তান্তর ফেরত আসা জেলেরা-ছবি-বাংলানিউজ

বেনাপোল (যশোর): ভারতে আটক হওয়া ১৫ জেলেকে দুই মাস পর স্বদেশ প্রত্যাবর্তন আইনে ফেরত পাঠিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।

মঙ্গলবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় বেনাপোল চেকপোস্ট দিয়ে বিএসএফ সদস্যরা জেলেদের আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যদের হাতে তুলে দেয়।

ফেরত আসা জেলেরা হলেন-পটুয়াখালীর মাহিরপুর উপজেলার ছাত্তার হাওলাদারের ছেলে মানি হাওলাদার (৩৩), একই এলাকার জয়নাল হাওলাদারের ছেলে বেলাল হাওলাদার (৪৭), আব্দুল আহসান পালোয়ানের ছেলে আব্দুস ছালাম (৪০), জাকির শিকদারের ছেলে রিপন শিকদার (৩১), দুদু মিয়ার ছেলে হাবিবুল শেখ (৩১), হোসেন খানের ছেলে সেকেন্দার খান (৪৫), আতাউল্লাহ মাঝির ছেলে আব্দুল রশিদ (৩২), আব্দুল খালেক মাতব্বরের ছেলে মনির মাতব্বর (৩৪), মুনসুর হাওলাদারের ছেলে রহমাতুল্লা হাওলাদার (৩৬), হাতেম আলীর ছেলে মাসুদ হাওলাদার (২৬), আব্দুল আজিজের ছেলে নাজিম মৃধা (৩৪), লাকসামপুরের মুনসিরাত উপজেলার মজিবুল হকের ছেলে সোলায়মান (৫০), আমির হোসেনের ছেলে সাইদ আলম (৩০) ও ভোলার রাধা বেহেলাপুর বাজার উপজেলার ইউছুপ আলীর ছেলে রাহিস (২৯)।

ফেরত আসা জেলেরা জানান, গত ১৯ সেপ্টেম্বর তারা ১৬ জেলে সুন্দরবন এলাকায় সমুদ্রে মাছ ধরতে যান। এসময় ঝড়ের কবলে পড়ে তাদের ট্রলার ডুবে যায়। পরে ১৫ জন ভাসতে ভাসতে ভারত সীমান্তে ওঠেন। এসময় ভারতীয় পুলিশ তাদের আটক করে নিজেদের হেফাজতে রাখে। পরে দুই দেশের মধ্যে যোগাযোগ করে স্বদেশ প্রত্যাবর্তন আইনে তারা ফেরত আসেন।   

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার আমজাদ হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে জানান, ফেরত আসা জেলেদের তারা বেনাপোল পোর্টথানা পুলিশে সোপর্দ করবেন। পুলিশ তাদের নিজ নিজ বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করবেন।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, ১৩ নভেম্বর, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।