ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৮
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা নিহত রহিম

নোয়াখালী: চাঁদা না দেওয়ার জেরে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় আবদুর রহিম (৩০) নামে এক বাংলাদেশি যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দেশটির একদল সন্ত্রাসী।

শুক্রবার (২৩ নভেম্বর) রাতে নিহত রহিমের আত্মীয় আশরাফুজ্জামান হত্যার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।  

রহিম নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ গ্রামের মুন্সীবাড়ির আলী মুন্সীর ছেলে।

তার অপর দুই ভাইসহ রহিম সাত বছর ধরে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় ব্যবসা করে আসছিলেন।

আশরাফুজ্জামান আরো জানান, বৃহস্পতিবার (২২ নভেম্বর) দুপুরে প্রিটোরিয়ার একটি শহরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে। খবর শোনার পর থেকে নিহত রহিমের পরিবারে চলছে শোকের মাতম।  

মরদেহ দ্রুত দেশে আনার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

এর আগেও চাঁদা না দেওয়ার জেরে দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর সেনবাগসহ অনেক প্রবাসী বাংলাদেশিকে হত্যার শিকার হতে হয়েছে।

বাংলাদেশ সময়: ০০৫৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৮
এএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।