ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে দগ্ধ ১৩ জনের মধ্যে দু’জনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৮
নারায়ণগঞ্জে দগ্ধ ১৩ জনের মধ্যে দু’জনের মৃত্যু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট

ঢাকা: নারায়ণগঞ্জের মদনপুরে মোন্তাহার স্টিল মিলে দগ্ধদের মধ্যে দুই জনের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৩ নভেম্বর) দিনগত রাত ২টায় মাসুম ও রাত সাড়ে ৩টার দিকে নয়ন মারা যান। নিহত দু’জনেরই শরীরের ৯০ শতাংশ পোড়া ছিল।

নিহত মাসুম বগুড়া সোনাতলা উপজেলার রানী পাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে। তার মামা শাহ আলম জানান, তিনি ওই দিলে শ্রমিক হিসেবে কাজ করতেন।

নয়ন মুন্সীগঞ্জ জেলার আব্দুর রশিদ ঢালির সন্তান।  

দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল খান।  

তিনি জানান, নারায়ণগঞ্জ স্টিলমিলে দগ্ধ ব্যক্তির সংখ্যা ছিল ১৩ জন। এদের মাসুম ও নয়ন নামে দু’জনের মৃত্যু হলো। বাকি দগ্ধ শ্রমিকরা হাসপাতালে চিকিৎসাধীন। মরদেহ দু’টি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

নারায়ণঞ্জের মদনপুরে মোন্তাহার স্টিলমিলে রড তৈরির জন্য লোহা গল‍ানোর সময় গলিত লোহা গায়ে পড়ে ১৩ শ্রমিক দগ্ধ হয়ন। শুক্রবার (২৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- শ্রমিক রূপক (২০), সুজন (২৮), রানা (২২), আরিফ (২২) সজিব (২৫), গোপাল মণ্ডল (২৬) সালাউদ্দিন (২৫), কবির (৩৫), জাফর (২৫), মানিক (২৬) ও শাকিল (২৫)।  

বার্ন ইউনিটের জরুরি বিভাগের একটি সূত্র জানায়, দগ্ধদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থায় আশঙ্কাজনক।  

বাংলাদেশ সময়: ০৪৪৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৮
এজেডএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।