ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ইয়াবাসহ যুবক আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৮
বরিশালে ইয়াবাসহ যুবক আটক

বরিশাল: বরিশালে ১ হাজার ৫০ পিস ইয়াবাসহ তুহিন রানা বাবু (২০) নামে এক যুবককে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৮) সদস্যরা।

আটক তুহিন ঝালকাঠির নলছিটি উপজেলার কামদেবপুর এলাকার ফারুক আলমের ছেলে। তবে তিনি বরিশালের গ্যাস টারবাইন সংলগ্ন হাওলাদার সড়কে বসবাস করে।

শনিবার (২৪ নভেম্বর) দুপুরে র‌্যাব-৮ এর পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে নগরের দক্ষিণ রুপাতলীস্থ হাওলাদার বাড়ি সড়কে অভিযান চালিয়ে তুহিন রানা বাবুকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫১ হাজার ইয়াবা বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি'র ডিএডি মো. মনিরুজ্জামান বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ একটি আইনে মামলা দায়ের করেছেন।

বাংলা‌দেশ সময়: ১৩১০ ঘণ্টা, ন‌ভেম্বর ২৪, ২০১৮
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।