ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

বিআরটিএ’র হিসাবরক্ষকসহ দালাল চক্রের ৪ জন আটক 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
বিআরটিএ’র হিসাবরক্ষকসহ দালাল চক্রের ৪ জন আটক  দালাল আবদুল কাদের ও মো. রফিকুল ইসলাম। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর মিরপুরে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) হিসাবরক্ষকসহ দালাল চক্রের চারজনকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৬ নভেম্বর) সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  

আটকরা হলেন- বিআরটিএ’র হিসাবরক্ষক খান মোহাম্মদ নুরুল আমিন, আনসার সদস্য আজিজ, দালাল আবদুল কাদের ও মো. রফিকুল ইসলাম।

 

দুদকের সহকারী পরিচালক মইনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় বিআরটিএ’র ১২১ নম্বর রুমে হিসাবরক্ষক খান মোহাম্মদ নুরুল আমিনের উপস্থিতিতে দালালদের দাফতরিক কাজ করার সময় তাদের হাতেনাতে আটক করা হয়। এছাড়া ড্রাইভিং লাইসেন্স করতে আসা গ্রাহকদের কাছ থেকে টাকা নেওয়ার সময় আটক হন আনসার সদস্য আজিজ।  

পরে আটকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিআরটিএ’র সহকারী পরিচালক নাসির উদ্দিনের কাছে সোপর্দ করা হয়।  

দুদকের সহকারী পরিচালক মইনুল হোসেন বাংলানিউজকে বলেন, আমাদের হটলাইন নম্বর ১০৬ এ প্রায়ই এখানকার দালালদের দৌরাত্ম্য নিয়ে অভিযোগ পাই। তার পরিপ্রেক্ষিতে অভিযানে আসি। এসময় তাদের হাতেনাতে আটক করি। তাদের এখানকার কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে বিকেলের মধ্যে আমাদের জানাতে বলেছি।  

বিআরটিএ’র সহকারী পরিচালক নাসির উদ্দিন জানান, তাদের ম্যাজিস্ট্রেটের মাধ্যমে বিচারের আওতায় আনা হবে। সাধারণত এমন অপরাধে জেল দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
এসএইচএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।