ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

টেকনাফে এমপি বদির গাড়ি লক্ষ্য করে গুলি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৬ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৮
টেকনাফে এমপি বদির গাড়ি লক্ষ্য করে গুলি

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে স্থানীয় সংসদ সদস্য (এমপি) আবদুর রহমান বদির গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা ‘গুলি’ ছুড়েছে। এতে তার গাড়ির কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে, সামান্য আহত হয়েছেন গাড়িচালকও। তবে অক্ষত রয়েছেন এমপি বদি।

শুক্রবার (৩০ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে টেকনাফের হোয়াইক্যং কাঞ্জরপাড়া এলাকায় এই ‘গুলি’ ছোড়া হয় বলে বাংলানিউজকে জানিয়েছেন এমপি বদির ব্যক্তিগত সহকারী হেলাল উদ্দিন। গাড়িতে বদি ছাড়াও ছিলেন টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর ফরিদুল আলম।

হেলাল উদ্দিন জানান, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম অ্যাডভোকেট আহম্মদ হোসেনের কুলখানিতে অংশ নিতে কক্সবাজার আসেন এমপি বদি। কুলখানির আয়োজন শেষে সন্ধ্যায় তিনি সঙ্গীদের নিয়ে টেকনাফের উদ্দেশে রওয়ানা হন। মাঝপথে হেলাল উখিয়ায় নেমে যান। এরপর এমপির গাড়িটি টেকনাফের হোয়াইক্যং কাঞ্জরপাড়া ব্রিজের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা গুলি ছোড়ে। এতে গাড়িটির কাঁচ ভেঙে যায়। সামান্য আহত হন গাড়িচালক খোরশেদ (৫২)।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বাংলানিউজকে বলেন, ঘটনাটি আমি শুনেছি। এখন ঘটনাস্থলের দিকে যাচ্ছি। সেখানে পৌঁছালে বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮
এসবি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।