ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বীরপ্রতীক তারামন বিবির মৃত্যুতে স্পিকারের শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৮
বীরপ্রতীক তারামন বিবির মৃত্যুতে স্পিকারের শোক তারামন বিবি ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী 

ঢাকা: বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তারামন বিবির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।  

শনিবার (০১ ডিসেম্বর) সংবাদ মাধ্যমে পাঠানো এক শোক বার্তায় এ শোক প্রকাশ করেন তিনি।

শোক বার্তায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বীরপ্রতীক তারামন বিবি ছিলেন একজন নিবেদিত প্রাণ দেশপ্রেমী।

তার মৃত্যুতে বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধের এক অকুতোভয় বীরসেনানীকে  হারালো। এ দেশের মুক্তির জন্য তার অবদান জাতি  শ্রদ্ধাভরে স্মরণ করবে।

স্পিকার মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে শুক্রবার (৩০ নভেম্বর) দিনগত রাত দেড়টার দিকে তারামন বিবি কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার কাচরিপাড়ায় তার নিজ বাড়িতে  শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৬১ বছর।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৮
এসই/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।