ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাঙামাটি শহরে ভয়াবহ আগুন, ২০০ বসতি পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
রাঙামাটি শহরে ভয়াবহ আগুন, ২০০ বসতি পুড়ে ছাই

রাঙামাটি: রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই এলাকার প্রায় ২০০টি বসতি পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে।

রোববার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রিজার্ভ বাজার এলাকার নেজামের টিলার বসতিতে আগুন সূত্রপাত ঘটে।

এরপর আগুন চারদিকে ছড়িয়ে পড়ালে প্রায় ২০০টি বসতি পুড়ে যায়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাচ্ছে।  

রাঙামাটি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দিদারুল আলম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তবে তা পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও সময় লাগবে।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।