ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

ফায়ার সার্ভিসের চার সদস্যকে প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
ফায়ার সার্ভিসের চার সদস্যকে প্রত্যাহার

বরিশাল: বরিশালে রেশনের মালামাল কম দেওয়ার অভিযোগে খাদ্য অধিদফতর ও  ফায়ার সার্ভিস কর্মীদের হাতাহাতি, সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় চার ফায়ার সার্ভিসকর্মীকে প্রত্যাহার করা হয়েছে।  

প্রত্যাহার হওয়া চার কর্মী হলেন- ফায়ার সার্ভিসের বরিশাল স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আলাউদ্দিন, ফায়ারম্যান জামাল হোসেন, আলতাফ হোসেন ও শাহীন হাওলাদার।  

বুধবার (২৩ জানুয়ারি) জেলা প্রশাসনের সভাকক্ষে  অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশিক্ষণ পরিকল্পনা ও উন্নয়ন)  লেফটেন্যান্ট কর্নেল জুলফিকর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহীদুল ইসলাম, বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) উপ-কমিশনার মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক রেজা মো. মহসিন, উপ-পরিচালক (প্রশাসন) সামীম আহম্মেদ, উপ-পরিচালক (বরিশাল) আ. ছত্তার মন্ডল, উপ-পরিচালক (খুলনা) আবুল হোসেন, উপ সহকারী পরিচালক ফারুক আহম্মেদ, জেলা খাদ্য নিয়ন্ত্রক অবনি মোহন দাস এবং সদর উপজেলার খাদ্য পরিদর্শক নজরুল ইসলাম।

সভা শেষে জেলা প্রশাসক অজিয়র রহমান জানান, রেশন নিতে গিয়ে দুই সংস্থার মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। আমরা দুই পক্ষের মধ্যে সমঝোতা করে দিয়েছে। একই সঙ্গে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে জড়িত ফায়ার সার্ভিসের ৪ কর্মীকে প্রত্যাহার করেছে সংশ্লিষ্ট অধিদফতর।  

এছাড়া খাদ্য অধিদফতরের কোনো সদস্য এই ঘটনায় দোষী কি-না সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তে কেউ দোষী থাকলে তার বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।  

গত ২১ জানুয়ারি রেশন দিতে গড়িমসি ও রেশন কম দেওয়ার অভিযোগ এনে খাদ্য অধিদফতরের কর্মীদের সঙ্গে ফায়ার সার্ভিস কর্মীদের হাতাহাতি, সংঘর্ষ ও খাদ্য অফিসে ভাঙচুরের ঘটনা ঘটে।  

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
এমএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।