ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

বৃষকেতুর সঙ্গে অস্ট্রেলিয়ান হাই কমিশনারের সাক্ষাৎ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
বৃষকেতুর সঙ্গে অস্ট্রেলিয়ান হাই কমিশনারের সাক্ষাৎ

রাঙামাটি: রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার মিজ জুলিয়া নিবলেট।

বুধবার (২৩ জানুয়ারি) সকালে জেলা পরিষদের চেয়ারম্যানের অফিস কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় জুলিয়া নিবলেট চেয়ারম্যানকে বলেন, অস্ট্রেলিয়া সরকার বাংলাদেশের শিক্ষা উন্নয়নে কাজ করে যাচ্ছে।

প্রতিবছর অস্ট্রেলিয়া সরকার ৭০ জন বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়ে থাকে। এরমধ্যে ১০ শতাংশ বৃত্তি বাংলাদেশের আদিবাসী ছাত্র-ছাত্রীদের জন্য বরাদ্দ থাকে। বৃত্তি সম্পর্কে স্থানীয় জনগণকে অবহিত করার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের স্থানীয় প্রশাসনকে অবগত করার জন্য তার এ সফর।

চেয়ারম্যান বৃষকেতু চাকমা হাই কমিশনারকে স্বাগত জানিয়ে বলেন, অস্ট্রেলিয়া সরকারের এ উদ্যোগ দেশের মানবসম্পদ উন্নয়নে বিরাট ভূমিকা রাখবে। বিগত সময়ে ইউএনডিপির সহযোগিতায় অস্ট্রেলিয়ার সরকারের বৃত্তি নিয়ে এ অঞ্চলের যেসমস্ত ছাত্র-ছাত্রী অস্ট্রেলিয়া থেকে পড়াশোনা করে ডিগ্রি অর্জন করেছে, তারা দেশে-বিদেশে নিজেদের অবদান রাখতে সক্ষম হয়েছে।  

তিনি আশা প্রকাশ করেন, অস্ট্রেলিয়ার সরকার বৃত্তির পাশাপাশি এ অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে এগিয়ে আসবে।

সৌজন্য সাক্ষাতকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অস্ট্রেলিয়ান হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি জেইন হার্ডি, প্রোগ্রাম ম্যানেজার এমআই নাহিল, জেলা পরিষদের সদস্য সাধনমনি চাকমা, সবির কুমার চাকমা, জ্ঞানেন্দু বিকাশ চাকমা, ত্রিদীব কান্তি দাশ এবং জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী ক্য হ্লা খই, জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।